দিল্লী সে দুলাহানা লায়ারে আয় বাবুজি (delhi se dulhana laya re ae babujee)

দিল্লী সে দুলাহানা লায়ারে আয় বাবুজি।
আয় বাবুজি, আয় বাবুজি, আয় বাবুজি॥
কোয়েল বলে রে, কোয়েল বলে,
চকমক ডোলে রে, চকমক ডোলে,
আয় বাবুজি, আয় বাবুজি, আয় বাবুজি॥
ফের মে কসম তোমাকে কসম,
আর মে কসম, আরমে কসম,
আয় বাবুজি, আয় বাবুজি, আয় বাবুজি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। মিশ্র গান। ষষ্ঠ গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯২৯]
  • বিষয়াঙ্গ: আহ্বানমূলক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।