দুর্গতি-নাশিনী আমার শ্যাম মায়ের চরণ ধর (durgoti-nashini amar shyam mayer choron dhor)

দুর্গতি-নাশিনী আমার শ্যাম মায়ের চরণ ধর।
ঘোর বিপদে তরে যাবি মাকে বারেক স্মরণ কর॥
তোর সংসার ভাবনার ভার
স’পে দে রে চরণে মা’র
যে চরণে বক্ষ পেতে আছেন ভুমানন্দে মেতে
দেবাদিদের দিগম্বর॥
যে দিয়েছে এ সংসারের শিকল পায়ে বেঁধে
(সেই) মহামায়ার শ্রীচরণে শরণ নে তুই কেঁদে।
কেটে যাবে সকল মায়া
পাবি মায়ের চরণ ছায়া
শান্তি পাবি রোগে শোকে, অন্তে যাবি মোক্ষ-লোকে
শিবানীরে বরণ করে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৭ মে (শুক্রবার, ২৪ বৈশাখ ১৩৪৪)। এইচএমভি গানটির রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন ফণিবাবু। রেকর্ডিটি পরে বাতিল হয়ে গিয়েছিল। নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১ মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৪৮। পৃষ্ঠা: ৫৮৬। 
     
  • রেকর্ড: এইচএমভি। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৭ মে (বৃহস্পতিবার ২৪ বৈশাখ ১৩৪৩)।  শিল্পী: ফণিবাবু। সুর: সুবল দাশগুপ্ত। রেকর্ডটি পরে বাতিল করা হয়েছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।