দুলিবি কে আয় মেঘের দোলায় (dulibi ke ay megher dolay)

দুলিবি কে আয় মেঘের দোলায়।
কুসুম দোলে পাতার কোলে পূবালী হাওয়ায়॥
অলকা-পরী অলক খু’লে
কাজরী নাচে গগন-কূলে,
বলাকা-মালার ঝুলন ঝুলায়॥
দাদুরী বোলে, ডাহুকী ডাকে
ময়ূরী নাচে তমাল শাখে
ময়ূর দোলে কদম-লতায়॥

তটিনী দুলে ঢেউয়ের তালে,
নিবিড় আঁধার ঝাউয়ের ডালে,
বেণুর ছায়া ঘনায় মায়া পরান ভোলায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ৪২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৭। দেশ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৪৬]
         
  • রেকর্ড: মেগাফোন [জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৫৯। শিল্পী: কমলা ভট্টাচার্য।]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি [বর্ষা]
    • সুরাঙ্গ: কাজরি
    • রাগ: দেশ [মিশ্র]
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।