দে দোল দে দোল্ ওরে দে দোল্ দে দোল্ (de dol de dol ore de dol de dol)

 দে দোল দে দোল্ ওরে দে দোল্ দে দোল্
জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল-কল্লোল॥
পাষাণ গলেছে রে অটল টলেছে রে
জেগেছে পাগল রে ভেঙেছে আগল॥
বন্ধন ছিল যত হল খানখান রে
পাষাণ পুরীতে ডাকে জীবনেরি বান রে
মৃত্যু ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে
দুর্মদ যৌবন আজি উতরোল॥
অভিশাপ রাত্রির আয়ু হল ক্ষয় রে
আর নাহি অচেতন আর নাহি ভয় রে
আজও যাহা আসেনি আসিবে সে জয় রে
আনন্দ ডাকে দ্বারে খোল দ্বার খোল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)  মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। এন ৭৩১৩। শিল্পী: ধীরেন দাস। সুর: নজরুল ইসলাম]  [শ্রবণ নমুনা]
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল।
    • এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৬৮। শিল্পী: সুপ্রীতি ঘোষ ও অরুণ বন্দ্যোপাধ্যায়]  
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ১৪ সংখ্যক গান  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্বদেশ
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: তালফেরতা (দাদরা/কাহারবা)
    • গ্রহস্বর: র্সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।