দেখ দেখ ভ্রাতাগণ, অদৃষ্টের কি দুর্ঘটন (dekh dekh vratagon, odrishter ki durghoton)

দেখ দেখ ভ্রাতাগণ, অদৃষ্টের কি দুর্ঘটন।
পরের লেগে খাল খুঁড়লে, সে খালে নিজের মরণ॥
        যেমন কুকুর তেমনি সাজা,
        মার খেয়ে তুর নাইরে লজ্জা,
মুখ ঢেকে পালালি সোজা, না তাকালি ফিরে পিছন॥
        বেটা হারাইতে সম্মান,
        পর নারীতে দৃষ্টিদান,
ধুন্দুর কি হয় পক্ষিরাজ, কেহ কি দেখেছে কখন॥
        বেটা কোন ভাগাড়ে পড়ে ছিলি,
        ডাকাতির টাকায় জমিদার হলি,
তাই গালে মাখিলি কালি, ভাগাড় পানে আছে মন॥
        বেটা যদি মানুষ হতিস,
        ও মুখ কভু না দেখাতিস্,
ও রে অন্ধ কভু না দেখে মুখ, ধরিলে সামনে দর্পন॥
        চিন্‌তে নারে আসল নকল
        ভালো মানুষকে ভাবে পাগল,
এ দৈন্য অজ্ঞানতার ফল, দুর্গন্ধেতে ভরা মন॥
        বাঁদর যদি পোষাক পরে,
        বেশ যদি সুসভ্য ধরে,
তাকে কি আর মানুষ বলে, অধীন ভ্রমর কবি কন॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। বুড়ো জমিদারের সং। প্রথম দৃশ্যান্তর। পঞ্চম গান। লোচনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৯০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮১৭]
  • বিষয়াঙ্গ: 'বুড়ো জমিদারের সং' হাস্যরসাত্মক পালার অষ্টম গান। ভণিতা 'ভ্রমর কবি‌'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।