দেখ, নয়ন মেলে, কর্মের অনুরূপ ফল তোর এখন (dekh, noyon mele, kormer onurup fol tor ekhon)

দেখ, নয়ন মেলে, কর্মের অনুরূপ ফল তোর এখন।
এখন কেন নিঃশব্দেতে ভূমি শয্যায় করি শয়ন॥
        তুই রে গৌড়-বঙ্গে রাজা হয়ে,
        এসেছিলি সম্রাট জয়ে,
        তেম্‌নি আজ জীবন বিহীন,
        হয়েছে তোর দেহ মলিন,
ধূলা মলিন, পড়ে আছিস, হয়ে বক্ষ বিদারণ॥
        মস্তক কেটেছে সৈন্যতে
        তোর, দেহ পড়ে ভূমিতে,
        ধূলা কুসুম শয়নে,
        করবে মজা শৃগালগণে,
শব তোর বেড়াবে টেনে, আজ কেন রে নাই অন্বেষণ॥
        খঞ্জরে খঞ্জরে কেন,
        নিঃশব্দ হয়েছিস হেন,
        (তোর) সৈন্যগণ রণে ভঙ্গ,
        লেগেছে বিষম রঙ্গ,
তোর ঐ বাক্য প্রসঙ্গ, রইল কই, বেহায়া দুর্জন॥
        ভেবেছিলি ভিক্ষু সন্তান
        হব আমি রূমের সুলতান,
        শুনে হাসি পায়, গাধা কি, জিনে ঘোড়ায়?
ঘুটে কুড়ুনীর বেটা, রেশমি পোষাক পরে এখন॥
        (বেটা) শয়ন করেছিলি চটে,
        লক্ষ টাকার স্বপ্ন ঘটে,
        মেথররা মনে ভাবে,
        জজ সাহেব হব এবে,
নজরুল এসলাম বলে ভেবে, কোথা রে তোর সে আস্ফালন॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। আকবর বাদশার পালা। প্রথম দৃশ্যান্তর। তৃতীয় গান। হোসেন গোদাকবির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৬৮-৩৬৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫৬]
  • বিষয়াঙ্গ: 'আকবর বাদশা' পালার পঞ্চম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।