দেখলে তোমায় বাসতে ভালো হয় না কারো ভুল (dekhle tomay bashte valo hoy na karo vul)

দেখলে তোমায় বাসতে ভালো হয় না কারো ভুল।
রূপ-দীপালি দোদুল দেহ প্রেম ঢুল্ ঢুল্॥
সোহাগ কথার মায়ার ফাঁদে
ব্যাকুল হিয়া সদাই কাঁদে,
রই চেয়ে ঐ বদন-চাঁদে চকোর আকুল॥
সুনীল চোখের মায়া দেখি সজল আকাশে,
কাজল-কালো অলক-লতা মেঘেতে ভাসে।
গোলাপ বনে গেলে সখি
তোমায় যবে পাশে দেখি,
আমার ভুল হয়ে যায় কোন্টি তুমি, কোন্টি গোলাপ ফুল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।

    ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঠা: ৩৮২] এই গানটির রচয়িতা সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে- 'গানটির রচয়িতা সম্পর্কে কোন প্রামাণ্য সূত্র নেই। রেকর্ড-বুলেটিন, রেকর্ড-লেবেল, রয়্যালিটি রেজিষ্টার বা চুক্তিপত্রে-কোথাও গানটির উল্লেখ নাই। পাণ্ডুলিপির সন্ধান পাইনি।'

    এই গ্রন্থে গানটির রেকর্ড নম্বর এর প্রকাশ কাল সম্পর্কে উল্লেখ করা হয়েছে-  'এন ৭৪৫৮। ডিসেম্বর ১৯৩৫ । মিস প্রমোদা'। উল্লেখ্য, এই রেকর্ডের অপর গানটি ছিল ' সজনে তলায় ও সজনী [তথ্য]' এই গানটি সম্পর্কেও ব্রহ্মমোহন ঠাকুর এই গ্রন্থে লিখেছেন [পৃষ্ঠা: ৬৯৩] 'গানটির রচয়িতা সম্পর্কে সংশয় আছে।'

     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৪৭৮।
     
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এন ৭৪৫৮। শিল্পী প্রমোদা দেবী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।