দেখি লো তোর হাতে দেখি (dekhi lo tor haat dekhi)

দেখি লো তোর হাতে দেখি,
হাতে হলুদ-গন্ধ, এলি রাঁধতে রাঁধতে কি?
চিকন আঙুল দীঘল হাত,
দালান বাড়ি ঘরে ভাত.
হাতে কাঁকন পায়ে বেঁকী॥
ও বাবা! এ কোন ছুঁড়ি?
সাত ননদ তিন শাশুড়ি,
ডুবে ডুবে খাচ্ছে জল,
কার সাথে তোর পিরিত বল্‌।
চোখের জলে পারবি তারে বাঁধতে কি?
দেখি লো তোর হাত দেখি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬) সাপুড়ে ছায়াছবিতে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • চলচ্চিত্র: সাপুড়ে। ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬)। নিউ থিয়েটার্সের নিবেদন। প্রেক্ষাগৃহ: পূর্ণ থিয়েটার্স। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: রঙ্গব্যঙ্গ (চলচ্চিত্রের গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।