দেখো সখি কড়ি ঘাট মে (dekho shokhi kori ghat me)
দেখো সখি কড়ি ঘাট মে
গানটির পূর্ণ পাঠ পাওয়া যায় নি
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। তাতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৮ বৎসর ছিল ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩১২৯। পৃষ্ঠা: ৯৫৩]
- রেকর্ড: এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। তাতে এই গানটির উল্লেখ ছিল।