দেশ গৌড়-বিজয়ে দেবরাজ গগনে এলো বুঝি (dekh gouro-bijoye debraj gogone elo bujhi)

দেশ গৌড়-বিজয়ে দেবরাজ গগনে এলো বুঝি সমর-সাজে।
তাহারি মেঘ-মৃদঙ্গ গুরু গুরু আষাঢ়-প্রভাতে সহসা বাজে॥
গহন কৃষ্ণ ঐরাবদ-দল
রবিরে আবরি’ ঘিরিল নভতল,
হানে খরশর বৃষ্টি ধারা জল – পবন-বেগে প্রতি ভবন-মাঝে॥
বনে এলোকেশ বিজলি-পাশে,
বাঁধিয়া দেব্-সেনা অট্টহাসে।
শ্যামল গৌড়ের অমল হাসি
শস্যে-কুসুমে ওঠে প্রকাশি’,
অঙ্গে তাহার আঘাত-রাশি – দেব-আর্শীবাদ হয়ে বিরাজে॥

  • রচনাকাল ও স্থান: ১৯৪১ খ্রিষ্টাব্দে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। গানটির সাথে মাসের উল্লেখ না থাকায়, গানটি প্রকাশের সময় নজরুলের মাস-ভিত্তিক বয়স কত ছিল, তা অনুমান করা যায় না। সাধারণভাবে বলা যায়, গানটি নজরুলের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৪৯২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৪৮।
    • বেণুকা।  নজরুল ইন্সটিটিউট ঢাকা। আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ/ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দ।[নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [১৯৪১ খ্রিষ্টাব্দ (১৩৪৯ বঙ্গাব্দ)। শিল্পী নরেন চন্দ্র। রেকর্ডটি পরে বাতিল হয়ে গিয়েছিল]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • জগৎ ঘটক বেণুকা।[নজরুল ইন্সটিটিউট ঢাকা। আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ/ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দ। নমুনা]
       
  • বিষয়াঙ্গ: প্রকৃতি
  • সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
  • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।