দেশ দেশ গণ্ডিত করি মন্দ্রিত তব ভেরী (desh desh gondito kori mondrito tobo veri)

দেশ দেশ গণ্ডিত করি মন্দ্রিত তব ভেরী।
আসিল যত উকিলবৃন্দ আসন তব ঘেরি’॥
        যতীন আগত ঐ
        জয় কারাগত ঐ
        মদনমোহন কই?
সে কি রহিল চুপটি আজকে সবজন পশ্চাতে –
লউক ধুচনী শামলা ভার সব জনার সাথে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫১৪। পৃষ্ঠা: ৭৭৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।