দোলা লাগিল দখিনার বনে বনে (dola lagilo dokhinar bone bone)

দোলা লাগিল দখিনার বনে বনে
বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে॥
        চিত্তে চপল নৃত্যে কে
        ছন্দে ছন্দে যায় ডেকে;
যৌবনের বিহঙ্গ ঐ ডেকে ওঠে ক্ষণে ক্ষণে॥
বাজে বিজয়-ডঙ্কা তারই এলো তরুণ ফাল্গুনী,
জাগো ঘুমন্ত 
 দিকে দিকে ঐ গান শুনি’।
        টুটিল সব অন্ধকার 

        খোলো খোলো বন্ধ দ্বার;
বাহিরে কে যাবি আয় সে শুধায় জনে জনে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বেতার জগৎ পত্রিকার  '১লা অক্টোবর ১৯৩৪ (সোমবার, ১৪ আশ্বিন ১৩৪১)' সংখ্যায় গানটি প্রথম  স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮ মাস।
     
  • রেকর্ড:
  • পত্রিকা: বেতার জগৎ [১ অক্টোবর ১৯৩৪ (সোমবার, ১৪ আশ্বিন ১৩৪১)। স্বরলিপিকার: নলিনীকান্ত সরকার। পৃষ্ঠা ২৬১।] [নমুনা]
  • বেতার: বাসন্তীকুঞ্জ [সঙ্গীতানুষ্ঠান] কলকাতা বেতার কেন্দ্র। [২৭শে এপ্রিল ১৯৪০ (শনিবার ১৪ বৈশাখ ১৩৪৭)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.১৫-৭.৪৪।
        [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যা। [১৬ এপ্রিল ১৯৪০] পৃষ্ঠা: ৪৩৩
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৮৭৩
    • বাসন্তিকা (একাঙ্ক নাটিকা)।
      • অপ্রকাশিত নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বাসন্তিকা (একাঙ্ক নাটিকা)। প্রথম দৃশ্য। বাসন্তিকার গান। পৃষ্ঠা ৩৫৬-৩৫৭]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • নলিনীকান্ত সরকার। বেতার জগৎ ৫ম বর্ষ ২৬শ সংখ্যা। [১ অক্টোবর ১৯৩৪ (সোমবার, ১৪ আশ্বিন ১৩৪১)। কথা ও সুর কাজী নজরুল ইসলাম। ছায়ানট-একতালা (জলদ্) স্বরলিপিকার নলিনীকান্ত সরকার। পৃষ্ঠা ২৬১-২৬৩] [নমুনা]
    • আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ইন্দুবালা-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ১৩ সংখ্যক গান।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: ছায়ানট
    • তাল: একতাল (জলদ)
    • গ্রহস্বর: হ্মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।