দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর (dole bon-tomaler jhulonate kishori-kishor)

দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
চাহে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
যেন চন্দ্র ও চকোর প্রেম-আবেশে বিভোর॥ 
মেঘ-মৃদঙ বাজে সেই ঝুলনের ছন্দে
রিম্‌ ঝিম্‌ বারিধারা ঝরে আনন্দে
হেরিতে যুগল শ্রীমুখ চন্দে
গগনে ঘেরিয়া এলো ঘন-ঘটা ঘোর॥ 
নব নীরদ দরশনে চাতকিনী প্রায়
ব্রজ-গোপিনী শ্যামরূপে তৃষ্ণা মিটায়
গাহে বন্দনা-গান দেব-দেবী অলকায়
ঝরে বৃষ্টিতে সৃষ্টির প্রেমাশ্রু-লোর॥ 

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়ে নজরুলের বয়স ছিল  ৩৮ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৭ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪)। রেকর্ড নং এন ৯৯৩৪। শিল্পী: মানিকমালা। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  • বেতার:  'ঝুলন' (গীতি-আলেখ্য)। রচয়িতা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। [২৯ আগষ্ট ১৯৩৯ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬)। সান্ধ্য অধিবেশন। ৭.০০-৭.৫৯ মিনিট।

সূত্র:

  • বেতার জগৎ: ১০ম বর্ষ ১৬শ সংখ্যার [পৃষ্ঠা: ৬৩৭]
  • The Indian Listener. Vol. IV No 16 Page 1183

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।