দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্‌ (dohai toder! ebar tora shotti kore shotto bol)

দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্‌।
ঢের দেখাবি ঢাক ঢাক গুড় গুড় ঢের মিথ্যা ছল॥
পেটে এক আর মুখে আরেক- এই যে তোদের ভণ্ডামি,
এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম্‌-দামি।
নিজেরে কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে,
বাইরে ফাঁকা পাঁয়তারা তাই, নাই তলোয়ার খাপ-কোষে।
থাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরের-বাজ
সত্য কতা বলতে ডরাস তোরাই আবার করবি কাজ-
ফোঁপরা ঢেঁকির নেইক লাজ।
ইলশেগুড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটিস্‌ সব রাম-ছাগল!
যুক্তি তোদের খুব বুঝেছি, দুধকে দুধ আর জলকে জল॥

বুকের ভিতর ছ-পাই ন-পাই, মুখে বলিস্‌ স্বরাজ চাই,
স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই!
'ভারত হবে ভারতবাসীর'- এই কথাঁটাও বলতে ভয়।
এদের তোরা বলিস নেতা, এদের কথায় চলতে হয়।
বল রে তোরা বল নবীন চাই নে এসব জ্ঞান প্রবীণ।
চোখের সামনে দেশকে এরা করছে ক্লীব দিনকে দিন,
চায় না এরা- হই স্বাধীন।

কর্তা হবার সখ সবারই, স্বরাজ-ফরাজ ছল্‌ কেবল।
ফাঁকা প্রেমের ফুস্‌-মন্তর, মুখ সরল আর মন গরল।
ধর্ম-কথা প্রেমের বাণী জানি মহান উচ্চ খুব,
কিন্তু সাপের দাঁত না ভেঙে মন্ত্র ঝাড়ে সে বেকুব
'ব্যাঘ্র সাহেব, হিংসে ছাড়, পড়বে এসো বেদান্ত।'
কয় যদি ছাগ, লাফ দিয়ে বাঘ, অমনি হবে কৃতান্ত।
থাকতে বাঘের দন্ত-নখ বিফল ভাই ঐ প্রেম-সেবক।
চোখের জলে ডুবলে গর্ব শার্দুলও হয় বেদ-পাঠক,
প্রেম মানে না খুন-খাদক।

ধর্ম-গুরু ধর্ম শোনান, পুরুষ ছেলে যুদ্ধে চল্‌।
সেও ভি আচ্ছা, মরব্‌ পিয়ে মৃত্যু-শোনিত এল্‌কোহল॥

  • রচনাকাল ও স্থান:  এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি। ভারতী পত্রিকার বৈশাখ ১৩৩১ বঙ্গাব্দ (এপ্রিল-মে ১৯২৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৪ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: ভারতী 'বৈশাখ ১৩৩১ বঙ্গাব্দ (এপ্রিল-মে ১৯২৪)। শিরোনাম 'এবার তোরা সত্য বল'। [নমুনা]
     
  • গ্রন্থ: বিষের বাঁশী। প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম: বিদ্রোহী বাণী
     
  • রেকর্ড: এইচএমভি। এপ্রিল। ১৯২৬ (চৈত্র ১৩৩২-বৈশাখ ১৩৩৩)। পি ৭৩৫৭। শিল্পী: হরেন্দ্রনাথ দত্ত। রেকর্ড বুলেটিনে উল্লেখ ছিল- ‌‌'সুবিখ্যাত কবি নজরুল ইসলাম রচিত দুইখানি মনোহর সঙ্গীত আমাদের জনপ্রিয় গায়ক শ্রীযুক্ত হরেন্দ্র দত্ত মহাশয় গাহিয়াছেন।" অপর গানটি ছিল- পুঁথির বিধান যাক পুড়ে তোর [তথ্য]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ব্যাঙ্গাত্মক গান
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
      • তাল: দ্রুত দাদরা
      • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।