ধন্য ধন্য ধন্য রে এই পায়রা পায়রী (dhonyo dhonyo dhonyo re ei payra payri)

ধন্য ধন্য ধন্য রে এই পায়রা পায়রী।
অতিথি সেবার নাই তুলনা হায় মরিমরি॥
            নিজেরা আগুনে পুড়ে,
            খাবার দানিল মোরে,
অবাক হয়ে দেখি আমি, প্রাণদানের এই বাহাদুরি॥
            আমি ধর্ম পথহারা,
            অভাগা এক পাখ্‌মারা,
ধর্মশিক্ষা দিল মোরে এই বনের পায়রা পায়রী॥
            দুখু কাজী কয় কাতরে।
            বজলে করীম চরণ ধরে,
কঠিন হিয়ার মানব তরে, সাক্ষী পাখ্‌মারা পায়রা পায়রী॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। 'পায়রা-পায়রী'। দ্বিতীয় দৃশ্যান্তর। দ্বিতীয় গান। পায়রীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৫৬-১৫৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭০৫।]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'পায়রা-পায়রী' পালার চাপান সং'-এর চতুর্থ গান। ভণিতা 'দুখু কাজী'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।