ধিক্ ধিক্ ধিক্, শত ধিক্ তোর, নির্লজ্জার প্রাণে (dhik dhik dhik, shoto dhik tor, nirlojjotar prane)
ধিক্ ধিক্ ধিক্, শত ধিক্ তোর, নির্লজ্জার প্রাণে।
বিদ্রোহী হয়েছ নির্বোধ, ভেবেছ কি মনে॥
ভারতবর্ষের সম্রাট মহাবীর আকবরে,
তাঁর ভয় নাই কি পাষণ্ড, তোর অন্তরে,
কার জোরে মাতিস তুই সমরাঙ্গনে॥
কাঁকলাস হয়ে বেটা মারবি অজগরে,
বায়স হয়ে, গরুড়কে জয় করতে ইচ্ছা করে,
তাই কি রে সম্ভব হয় কভু মনে॥
ঘুঘু কি বাজ পাখির সাথে লড়াই করতে যায়,
মেঘের ছানা, নেকড়ে বাঘকে কভু ধরতে চায়,
আবার মৃগ কভু শার্দুল দেখে সাহস আনে মনে॥
সাজো সাজো সেনাপতি, ধর অস্ত্র নিয়ে,
পাষণ্ডের মুণ্ডু লুটাবে ধূলায় নজরুল এসলাম কয়,
হও নির্ভয়, হও নির্ভয়, দাউদ খানে জিনে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। আকবর বাদশার পালা। প্রথম দৃশ্য। তৃতীয় গান। আকবর বাদশার গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৬৫।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫৩]
- বিষয়াঙ্গ: 'আকবর বাদশা' পালার তৃতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।