ধীর চরণে নীর ভরণে চলে তন্বী নাগর (dhir chorone nir vorone chole tonwi nagor)

ধীর চরণে নীর ভরণে চলে তন্বী নাগরী।
চরণ-ছন্দে নাচে আনন্দে বাহুর বন্ধে গাগরি॥
হেরি’ তাহার অঙ্গ ভঙ্গ
উতল হ’ল নদী-তরঙ্গ,
পাগল বায়ু করিছে রঙ্গ উড়িয়ে ওড়না ঘাগরি॥

বিজন পথ মুখর করি’
যায় কি রাঙা সন্ধ্যা পরী,
এলো সহসা গগন ভরি’ পূর্ণিমা-কোজাগরী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। ২৫৫৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৫-৭৮৬।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১১০।  for Miss Satyabala Twin লিখে কেটে দেওয়া হয়েছে। গারা-দাদরা। পৃষ্ঠা ১৩৭।]
  • রেকর্ড: এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।