ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে (dhire boho vorer hawa dhire boho dhire)

ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে॥
          যে ফুল ঝরিল ভোর রাতে
          সে ঘুমায় তাহার সাথে
                          ঝরাপাতার মন্দিরে॥
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
 ধীরে বহ নদী সকরুণ গান  গেয়ে।
          ছলছল চোখে শুক্‌তারা
          হেরিছে পলক-হারা
                   তার বিদায় বেলার সঙ্গীরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি  (পৌষ-মাঘ ১৩৪৯) মাসে এইচএমভি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জানুয়ারি ১৯৪৩ (পৌষ-মাঘ ১৩৪৯)। এন ২৭৩৪৯। শিল্পী: নিখিলচন্দ্র সেন। সুরকার: সুবল দাশগুপ্ত।
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১২ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: সুবল দাশগুপ্ত।
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।