মুকুল-বয়সী কিশোরী সেজেছে (mukul-boyoshi kishori sejechhe)

মুকুল-বয়সী কিশোরী সেজেছে ফুল্ল ফুল-মুকুলে।
শিরে কৃষ্ণচূড়ার মুকুট, গলে মালতীর মালা দুলে॥
যুঁথী ফুলের সিঁথি-মৌর, দোলন-চাঁপার দুল
কটিতটে চন্দ্রহার হলুদ-গাঁদার ফুল,
অশোক-কুঁড়ির রাখা নূপুর রাঙা চরণ-মূলে॥
কদম-ফুলের রত্ন-বাজু বকুল ফুলের চুড়ি,
হাতে শোভে কেয়ূর-কাঁকন কুন্দ-বেলের কুঁড়ি।
আস্‌বে কবে বনমালী ঘুমে ফুল-বালা পড়ে ঢুলে॥

  • রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।  গানটি এই নাটকের তৃতীয় দৃশ্যে 'কাঞ্চনার গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২০৮২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।