প্রথম যৌবনে এই প্রথম বিরহ গো (prothom joubone ei prothom biroho go)

প্রথম যৌবনে এই প্রথম বিরহ গো।
(তাই) সহিতে না পারে রাই, কাঁদে অহরহ গো॥
ফুল শয্যারে মনে হয় কণ্টক-শয্যা,
কাঁদিতে পারে না, যত ব্যথা তত লজ্জা
প্রবাসী বঁধুরে ঘরে আসিতে কহ গো॥

  • রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি এই নাটকের ষষ্ঠ দৃশ্যে ' কাঞ্চনার গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৯৯৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।