নব কিশলয় শ্যামা তনু ঢল ঢল অভিরাম (nobo kisholoy shyama tonu dholo dholo oviram)

নব কিশলয় শ্যামা তনু ঢল ঢল অভিরাম
অপরূপ রূপমাধুরী হেরিয়া মুরছিত কোটিকাম॥
গলে বনমালা শিরে শিখি পাখা
নীপধড়া কিশোর ত্রিভঙ্গ বাঁকা,
বাজায় মুরলী ‘রাধা রাধ’ বলি নওল কিশোর শ্যাম॥

  • রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি।  আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি এই নাটকের অষ্টম দৃশ্যে ' নিমাই-এর গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৯৫৯।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।