বিদায় দে মা একবার দেখে আসি (biday de maa akbaar dekhe ashi)

নাটিকা : ‘বিষ্ণুপ্রিয়া’
বিদায় দে মা একবার দেখে আসি।
(যে) বৃন্দাবনে রাখাল সনে কালো শশী বাজায় বাঁশি॥
সারা-দিনের কাজের মাঝে
দেখি যে সেই রাখাল-রাজে
(ওমা) বাজে শুনি নিশীথ রাতে তারি বাঁশি মন-উদাসী॥

  • রচনাকাল ও স্থান:ই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।  গানটি এই নাটকের দশম দৃশ্যে ' ভিখিরীর গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২০২৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।