ও ভাই কোলা-ব্যাঙ, ও ভাই কোলাব্যাঙ। (o bhai kola-bang)

ও ভাই কোলা-ব্যাঙ, ও ভাই কোলাব্যাঙ।
সর্দি তোমার হয় না বুঝি, ও ভাই কোলাব্যাঙ,
সারাটি দিন জল ঘেঁটে যাও, ছড়িয়ে দুটি ঠ্যাঙ॥
            লক্ষ্মী মেয়ে মা তোর বুঝি
            খেল্লে বেড়ায় নাকো খুঁজি’,
কেউ বকে না, মজাসে তাই গাইছো ঘেঙর ঘ্যাঙ॥
            দিবানিশি জল ঘাঁটো তাও
            চোখ ওঠে না, কি ওষুধ খাও॥
জলদানোটা আসলে, ফেলে দাও কি মেরে ল্যাঙ॥
            ব্যাঙ দাদা! তোর মায়ের মত
            মা যদি মোর লক্ষ্মী হ’ত,
তোর সাথে ভাই থাকতাম জলে ছ্যাড্যাং ড্যাড্যাং ড্যাং॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর  (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়েছিল। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • পুতুলের বিয়ে
      • প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে। ছিনিমিনি খেলা। সকলের গান।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে।  ছিনিমিনি খেলা। সকলের গান। পৃষ্ঠা ৩৬৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।  গান সংখ্যা ২৫৩৪।পৃষ্ঠা: ৭৮০]
  • রেকর্ড: ইচএমভি [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। শিল্পী: শিশুমঙ্গল সমিতি। জিটি ২২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।