নতুন চাঁদের তক্‌বির শোন্ কয় ডেকে ঐ মুয়াজ্জিন (notun chander takbir shon koy deke oi muazzin)

নতুন চাঁদের তক্‌বির শোন্ কয় ডেকে ঐ মুয়াজ্জিন 
আসমানে ফের ঈদুজ্জোহার চাঁদ উঠেছে মুসলেমিন॥
এলো স্মরণ করিয়ে দিতে ঈদুজ্জোহার এই সে চাঁদ,
তোরা ভোগের পাত্র ফেল্‌রে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ।
কোরবানি দে তোরা, কোরবানি দে॥
প্রাণের যা তোর প্রিয়তম আজকে সে সব আন্,
খোদারই রাহে আজ তাহাদের কর রে কোরবান্।
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে,
তোরা কাম-ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানি দে তোরা, কোরবানি দে॥
বিলিয়ে দেওয়ার খুশির শিরনি তশ্‌তরিতে আন্,
পর্ রে তোরা সবাই ত্যাগের রঙিন পিরহান্।
মোদের যা কিছু প্রিয় বিলাব সবে
নবীর উম্মত তবে সকলে কবে।
কোরবানি দে তোরা, কোরবানি দে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২) -এর ৫৭২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭৫।
     
  • রেকর্ডসূত্র:
    • এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
    • এইচএমভি। জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এন ৭৪৭৮। শিল্পী: রওশন আরা বেগম। সহশিল্পী- ধীরেন দাস]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্টের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।