নন্দন-বন হতে কি গো ডাকো মোরে আজো নিশীথে (nondon-bon hote ki go dako more ajo nishithe)

নন্দন-বন হতে কি গো ডাকো মোরে আজো নিশীথে
ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখি কেঁদে ওঠে করুণ-গীতে॥
            ভেঙে যায় ঘুম চেয়ে থাকি
            চাহে চাঁদ ছলছল আঁখি
ঝরা-চম্পার ফুল যেন কে ফেলে' চলে যায় চকিতে॥
সহিতে না তিলেক বিরহ ছিলে যবে জীবনের সাথী,
ব'লে যাও আজ কোন্ অমরায় কেমনে কাটাও দিবারাতি।
            জীবনে ভুলিলে তুমি যারে
            তারে ভুলে যাও মরণের ওপারে
আঁধার ভুবনে মোরে একাকী দাও মোরে দাও ঝুরিতে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে নির্দিষ্ট তারিখ জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। এন ২৭০৫৬। শিল্পী: সুধা বন্দ্যোপাধ্যায়।] [শ্রবণ নমুনা]
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৭ (ভাদ্র-আশ্বিন ১৩৫৪)। এন ২৭৭১৪। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত।]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।