নমঃ মাগো বিষহরি, মা গো মনসা (nomoh mago bishhori, maa go monosha)

নমঃ মাগো বিষহরি, মা গো মনসা।
দ্বারে দ্বারে ভিক্ষা করে তোর করি পূজা॥
        তুমি মাগো বিষহরি,
        দ্বারে দ্বারে ফিরতে নারি,
মাগো দুটি পায়ে ধরি, কর করুণা।
ভাদর মাসের পঞ্চমীতে, তোর করি পূজা,
কোথা পাবো বলে দে মা বলির অজা,
        আমি মাগো নিরুপায়ী,
        দয়া কর দয়াময়ী,
অভাগীরে ভালো রাখিস ধরি দুটি পায়।
আয় মা মনসা দেবী, আয় আয় আয়॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। বনের মেয়ে পাখি। প্রথম দৃশ্য। প্রথম গান। পাখির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩১৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৩৯]
  • বিষয়াঙ্গ: 'বনের মেয়ে পাখি' পালার প্রথম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।