নমো নটনাথ! এ নাট-দেউলে (nomo notonath! e nat-deule)

নমো নটনাথ! এ নাট-দেউলে
কর হে কর তব শুভ চরণ-পাত।
তোমার সঙ্গীতে নৃত্য-ভঙ্গিতে
হউক হেথা নব জীবন সজ্ঞাত॥
তব প্রসাদের দেব-দেব হে আদি কবি,
বাক-মুখর হ’ল মূক এ ছায়া-ছবি,
আজি এ ছবি-পটে, তব মহিমা রটে,
আলো ছায়া দুলে স্বপন-রাঙা রাত॥
তব আশিসে হে মহেন্দ্র দিক আনি
অভিনব আশা প্রাণ এ রূপ-বাণী।
হৃদয়ে সকলের দাও হে ঠাঁই এর,
আনুক এ রূপ-লোকে নবীন প্রভাত॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল  সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯৩৪)। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ভজন]
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৭৬। ভজন। পৃষ্ঠা ৩২৯]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৬৫। পৃষ্ঠা: ৫৯১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।