নমো নারায়ণ অনন্ত লীলা সিন্ধু বিশাল (nomo narayon ononto lila shindhu bishal)
নমো নারায়ণ অনন্ত লীলা সিন্ধু বিশাল।
কভু প্রশান্ত উদার কভু কৃতান্ত করাল॥
বিরাট বিপুল তব মহা বিশ্বে,
অনন্ত প্রকাশ অনন্ত দৃশ্যে,
গদাপদ্মধারী কভু গোলকবিহারী
কভু গোপাল ব্রজদুলাল কিশোর রাখাল॥
- ভাবসন্ধান: এই গানে- নারায়ণ তথা বিষ্ণুর অন্তহীন সাগরতুল্য বিপুল লীলার মহিমাকে উপস্থাপন করা হয়েছে ভক্তের আনম্র প্রণতিতে। এই অনন্ত লীলার বৈপীরত্বের মহিমার অংশ হিসেবে বলা হয়েছে- তিনি কখনো প্রশান্ত উদার, কখনও কৃতান্ত (যিনি কর্মের (কৃত) শেষ (অন্ত) করেন, অর্থাৎ প্রাণ হরণ করেন) এবং করাল (ভয়ঙ্কর, ভীষণ, উগ্র, ভয়াবহ)। তিনিই অব্তার রূপে ব্রজলীলায় মহিমান্বিত কৃষ্ণরূপী আনন্দ-কিশোর।
কবি মনে করেন- এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি দৃশ্যপটেই তাঁর অনন্ত রূপ বিদ্যমান। এই মহাবিশ্বে তাঁর বিরাট সত্তার প্রকাশ ঘটে চলমান অনন্ত দৃশ্যান্তের।
বিষ্ণুর চার হাতে রয়েছে- গদা পদ্ম, শঙ্খ ও সুদর্শনচক্র। এই গানে তাঁর দুই হাতের মহিমাকে প্রাধান্য দিয়ে বলা হয়েছে গদাপদ্মধারী। তাঁর এক হাতের গদা হলো- কৃতান্ত করাল রূপের প্রতীক। যা দিয়ে তিনি শক্তি, ক্ষমতা এবং জ্ঞানের মাধ্যমে দুষ্টের দমন করেন এবং ধর্মকে রক্ষা করেন। অন্য দিকে পদ্ম হলো- বিশুদ্ধতা, সৌন্দর্য এবং নবতর সৃষ্টির প্রতীক। যা দিয়ে তিনি জগৎকে কল্যাণকর সৌন্দর্যে বিভূষিত করেন। কখনো তিনি নিতান্তই ব্রজধামের কিশোর গোপাল (গোরক্ষক), কখনো বা ব্রজবাসীর দুলাল (আদুরে পুত্র)।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে মনোরঞ্জন ভট্টাচার্য-এর ' চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- চক্রব্যুহ (নাটক)। মনোরঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য সন্স্ লিমিটেড। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অনেকের গান পৃষ্ঠা: ৯৮।
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইন্সটিটিউট। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। ১০৮। ভজন (চক্রব্যূহ)। পৃষ্ঠা: ১৩৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা ১৯৬৮। পৃষ্ঠা: ৫৯২]
- মঞ্চ:
- চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭ নভেম্বর ১৩৪১)। সমবেত গান।]
- রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫ (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)]
- এইচএমভি। সুভদ্রা (নাটিকা) [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)। এন ৭৪৫০। শিল্পী: গোপাল সেন। নারদের গান।] [শ্রবণ নমুনা]
- টুইন। পাণ্ডব গৌরব (নাটিকা) [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এফটি ১২৫৪৯। শিল্পী: গোপাল সেন। নারদের গান।]
- মাসুদা আনাম [শ্রবণ নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। বিষ্ণুর বন্দনা।
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
- রাগ-লচ্ছাসার।
- তাল-ঝাঁপতাল।