নমো যাদব নমো মাধব নমো দ্বারকা পতি (nomo jadob nomo madhob nomo dwaroka poti)

নমো যাদব নমো মাধব নমো দ্বারকা পতি।
নমো শ্রীকৃষ্ণ নারায়ণ শ্রীহরি অগতির গতি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি মহেন্দ্রনাথ গুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৬৭। পৃষ্ঠা: ৫৯১]
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'। নম্বর: এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র সহচরীদের গান]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।