নয়ন ভরিয়া দেখিলাম রূপ, তুলনা কি দিব তার (noyon voriya dekhilam rup, tulona ki dibo tar)

নয়ন ভরিয়া দেখিলাম রূপ, তুলনা কি দিব তার।
সে রূপে হৃদয় জ্বলে পুড়ে খাক, হয়ে গেল ছারখার॥
        খোঁপায় বাঁধা ফুলহার মালা,
        গজমতি হারে শোভিতেছে গলা,
হাতের আঙুলি তার চাঁপা কলা, এ হৃদি বেদনা ভার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। ঠক্ পুরের ঠক্ (ঠক্পুরের সং)।  নবম দৃশ্যান্তর। প্রথম গান। জগার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৫০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৯৭]
  • বিষয়াঙ্গ: 'ঠক্ পুরের ঠক্ (ঠক্পুরের সং)' হাস্যরসাত্মক পালার দ্বিতীয় গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।