নয়নান কে তারে মারে (noynan ke tare mare)

 নয়নান কে তারে মারে
[গানটি উদ্ধার করা সম্ভব হয় নি]

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)। এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।    
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ৩১৩৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৫৪।]
  • রেকর্ড: ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪). এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।