নয়নে নিদ নাহি (noyone nid nahi)

নয়নে নিদ নাহি।
নিশীথ প্রহর জাগি, একাকিনী গান গাহি॥
কোথা তুমি কোন্ দূরে, ফিরিয়া কি আসিবে না,
তোমার সাজানো বনে ফুটিয়া ঝরিল হেনা 

কত আর মালা গাঁথি, কত আর পথ চাহি॥
কত আশা অনুরাগে হৃদয় দেউলে রেখে
পুজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে।
এসো অভিমানী ফিরে নিরাশার এ তিমিরে
                         চাঁদের তরণী বাহি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪) মাসে এচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। নম্বর ১৭০৪৮। শিল্পী: বীণাপাণি দেবী (মধুপুর)] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ১৭ সংখ্যক গান। বীণাপাণি দেবী-র রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।