নাগনাগিনীর খেলা দেখাই, আমি বেদের মেয়ে (nag naginir khela dekhai, ami beder meye)

নাগনাগিনীর খেলা দেখাই, আমি বেদের মেয়ে।
পদ্মমণি, চিতি, গোখ্‌রা দিখ্ না বাবু চেয়ে॥
আল কেউটে, কাল কেউটে, কালনাগিনী আছে,
সবুজবরণ লাউ ডগা গো আছে আমার কাছে,
ও বাবু, দিখ্‌না খিলা সাপের খিলা, নাচাব গান গেয়ে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। বনের মেয়ে পাখি। অষ্টম দৃশ্য। প্রথম গান। পাখির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩২৯-৩৩০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৩৩-৩৪]
  • বিষয়াঙ্গ: 'বনের মেয়ে পাখি' পালার ষষ্ঠ গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।