ওমা ফিরে এলে কানাই মোদের এবার ছেড়ে দিস্‌নে তায় (o maa fire ele kanai moder)

ওমা    ফিরে এলে কানাই মোদের এবার ছেড়ে দিস্‌নে তায়।
         তোর সাথে সব রাখাল মিলে বাঁধ্‌ব সে-ননী চোরায়॥
             তা'রে তুই যখন মা রাখতিস্ বেঁধে
                     ছাড়ায়েছি কেঁদে কেঁদে',
তখন   জান্‌তো কে, যে খুললে বাঁধন পালিয়ে যাবে মথুরায়॥
এবার  আমরা এসে ডাকলে শ্যামে গোঠে যেতে দিস্‌নে তায়,
         ঐ পথে অক্রুর মুনির সাথে পালিয়ে যাবে শ্যামরায়॥
মোরা   কেউ যাব না বনে মা আর খেল্‌ব তার এই আঙিনায়,
শুধু     খেলব লুকোচুরি লো আগ্‌লাতে চোরের রাজায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। কীর্ত্তন-ভাঙা। পৃষ্ঠা: ৮১]
      • নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। বনগীতি। গান সংখ্যা ৫৪। কীর্তন-ভাঙা। পৃষ্ঠা ২১০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩১০। পৃষ্ঠা: ৩৯৭]
  • রেকর্ড:
    • এইচএমভি [এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)]। জিটি ১৭। শিল্পী: শিশু মঙ্গল সমিতি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।