নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর (nacho shyam notobor kishor)

নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর অঙ্গ মিশায়ে মম অঙ্গে।
তোমার নাচের শ্রী ফুটুক আমার এই নৃত্য-বিভঙ্গে॥
মম রক্তে বাজুক তব পায়ের নূপুর
আমার কণ্ঠে দাও বাঁশরির সুর,
তব বাঁশরির সুর।
লীলায়িত হয়ে উঠুক এ তনু তোমার প্রেম-আনন্দ-তরঙ্গে॥
আমার মাঝে হরি, নাচো যবে তুমি আমি নাচি আপনা ভুলি’
শরম ভরম যায় এই দেহ যমুনায় ছন্দের হিল্লোল তুলি’।
মনে হয় আমি যেন রাসের রাধা জনম জনম আমি নাচি তব সঙ্গে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৬) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৭৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৯৩।
  • রেকরড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র- আশ্বিন ১৩৪৬) এন. ১৭৩৪৪ ]।  শিল্পী পদ্মরাণী চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা]
  • সুরকার: নিতাই ঘটক
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১৭। পৃষ্ঠা: ৬৭- ৬৮  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, সরস্বতী বন্দনা]
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।