নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে উঠে। (neumoniyay bhuge bhuge)

নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে উঠে।
বউ-মেনিয়া রোগে এবার বেড়ান দাদা ছুটে ছুটে॥
যেদিন বাপের বাড়ি গেলেন রাগ ক’রে মোর বৌদিরানী,
দাদা আমার শয্যা নিলেনে ছেড়ে দিয়ে দানাপানি।
‘উঃ কী ঘন প্রেম’ বল্লে সবাই,
যত বুঝাই আমরা ক’ ভাই,
শুকিয়ে ততই গোবর-গণেশ দাদা আমার হ’লেন ঘুঁটে।
শুকিয়া দাদা হলেন (হায় হায়) ঘুঁটে॥
বউ-মেনিয়া রোগ সে ভীষণ! বউ বলে সে যাকে তাকে
যথায় তথায় ঠেসে ধরে, এমন কি ভীমরুলের চাকে।
সেদিন পাড়া ডোম্নী বুড়ি
এসেছিল বেচ্তে ঝুড়ি,
দৌড়ে দিয়ে বৌ ভেবে, তার পায়ে দাদা পড়ল লুটে॥
(ওরে) দামড়া সে এক ছিল শুয়ে আরাম ক’রে গলির মোড়ে
বৌদিরানীর বেণী ভেসে দাদা কাঁদেন তাহার ল্যাজুড় ধরে।
বলে – ‘ছাড়িএ সংসার কোথা চলে যাও দীনহীন বেশ ধরি এ’।
গিন্নী ধরার ভয়ে দাদার
ক্রমেই হ’ল পথচলা ভার।
এ পাড়াতে আসে না আর কাব্লিওয়ালা ঝাঁকামুটে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) তারিখে নজরুলের সাথে টুইন রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪১১। পৃষ্ঠা: ৭৪২]
  • রেকর্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) তারিখে নজরুলের সাথে টুইন রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল।
    •  টুইন [মার্চ ১৯৩৫ (ফাল্গুন-চৈত্র ১৩৪১)। এফটি ৩৭৮০। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায় ] [শ্রবণ নমুনা] 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।