নিপীড়িতা পৃথিবীকে কর কর ত্রাণ (nipirita prithibike )

নিপীড়িতা পৃথিবীকে কর কর ত্রাণ।
অসুর সংহারী হে ভগবান॥
দৈত্য অত্যাচারে সন্তান তার,
অন্ন বস্ত্রহীন করে হাহাকার।
নিবস্ত্র নির্জিত শৃঙ্খল পায়
পাষাণ কারাগারে কাঁদে হতমান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬), মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা' মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
  • মঞ্চ: দেবী দুর্গা (নাটক)। নাট্যাকার: মহেন্দ্রগুপ্ত। [মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬)] চতুরথ অঙ্ক। প্রথম দৃশ্য। ধরিত্রীর গান।


 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।