নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই (niruddesher pothe ami hariye)


                তাল: খেমটা
 নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হ'ল শুরু।
 নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরুদুরু॥
 মিট্‌লো না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহু
 ঘর-ছাড়া ডাক কর্‌লে শুরু অথির বিদায়-কুহু
                                 'উহু উহু উহু'!
             হাতছানি দেয় রাতের শাঙন,
             অমনি বাঁধে ধরল ভাঙন,
             ফেলিয়ে বিয়ের হাতের কাঙন-
        আমি খুঁজি কোন্ আঙনে কাঁকন বাজে গো!
 বেরিয়ে দেখি ছুটছে কেঁদে বাদ্‌লি হাওয়া হু হু,
             মাথার ওপর দৌড়ে টাঙন, ঝড়ের মাতন, দেয়ার গুরু গুরু॥
 
 পথ হারিয়ে কেঁদে ফিরি, 'আর বাঁচিনে!
             কোথায় প্রিয়, কোথায় নিরুদ্দেশ?'
 কেউ আসে না, মুখে শুধু ঝাপটা মারে
             নিশীথ-মেঘের আকুল চাঁচর কেশ। 'তালবনে'তে
 ঝঞ্ঝা তাথই হাততালি দেয় বজ্রে বাজে তূরী,
 মেখ্‌লা ছিঁড়ি পাগলি মেয়ে বিজলি-বালা নাচায়
             হিরের চুড়ি ঘুরি ঘুরি ঘুরি
             (ও সে সকল আকাশ জুড়ি!
             থামল বাদল-রাতে কাঁদা,
             ভোরের তারা কনক গাঁদা,
             ফুটলো, ও মোর টুট্‌লো ধাঁধা-
             হঠাৎ ও কার নূপুর শুনি গো!
     থামল নূপুর, ভোরের তারাও বিদায় নিল ঝুরি'।
     এখন চলি সাঁঝের বধূ সন্ধ্যাতারার চলার পথে গো!
 আজ অস্তপারের শীতের বায়ু কানের কাছে বইছে ঝুরু-ঝুরু

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন  (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা গ্রন্থের প্রথম সংস্করণ এবং মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:  গানের মালা
    • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১০। কানাড়া-একতালা
    • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ১০। কানাড়া-একতালা। পৃষ্ঠা ১৯৮]
  • রেকর্ড: এইচএমভি। [জুন ১৯৩৯ (জ্যৈষ্ঠ -আষাঢ় ১৩৪৬)। এন ১৭৩০৯। শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী। সুর: কমল দাশগুপ্ত[শ্রবন নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] পদ্মরাণী গাঙ্গুলী-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ১৬ সংখ্যক গান। [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।