নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও (nishi pobon! nishi pobon!)

নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও
ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও - যাও যাও যাও॥
মৌ-টুস্ টুস্ মুখখানি তার ঢেউ-খেলানো চুল
(ওরে) ভোমরার ঝাঁক-ঘেরা যেন ভোরের পদ্ম-ফুল
হাসিতে তার মাঠের সরল বাঁশির আভাস পাও
যাও যাও যাও॥
চাঁপা ফুলের পুত্‌লি-ঘেরা চাঁপা রঙের শাড়ি
তারেই দেখতে আকাশ-গাঙে (ওরে) চাঁদ দেয় রে পাড়ি।
তার একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও। 
যাও যাও যাও
ধীরে ধীরে জাগাইয়ো তায়
    ঝরা-কুসুম ফেলিয়া গায়
জাগলে কন্যা যেন রে মোর পত্রখানি দাও-
যাও যাও যাও

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৮ খ্রিষ্টাব্দ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)। এন ১৭০৯৯। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: গিরীন চক্রবর্তী। শ্রেণি গাঁয়েলি।][শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। পৃষ্ঠা ৬০-৬৩] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: লোকসঙ্গীত (গ্রাম্যসুর)
    • তাল: দ্রুত-দাদরা
    • গ্রহস্বর: র্সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।