নিশীথ রাতে ডাক্‌লে আমায় (nishith rate dakle amay)

নিশীথ রাতে ডাক্‌লে আমায়, কে গো তুমি কে?
কাঁদিয়ে গেলে আমার মনের বনভূমিকে,
কে গো তুমি কে॥
তোমার আকুল করুণ স্বরে
আজকে তা’রেই মনে পড়ে,
এম্নি রাতে হারিয়েছি যে হৃদয়-মণিকে॥
দুয়ার খু’লে চেয়ে আছি তারার পানে দূরে,
আর একটিবার ডাকো ডাকো তেম্‌নি করুণ সুরে।

একটি কথা শুন্‌ব ব’লে
রাত কেটে যায় চোখের জলে,
দাও সাড়া দাও, জাগিয়ে তোলো আঁধার পুরীকে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর< ৩ মাস ।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৫১৭। পৃষ্ঠা: ৪৫৫]
  • রেকর্ড:
    • ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।
    • এইচএমভি [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। শিল্পী: শীলা সরকার। সুর: কমল দাশগুপ্ত। রেকর্ড বাতিল হয়]
  • বেতার: একক অনুষ্ঠান। কলকাতা বেতার কেন্দ্র। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৫ জুন (সোমবার, ২২ জ্যৈষ্ঠ ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। ৭.৪৫-৮.০৪। শিল্পী: অনিমা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠান শিল্পী আরও একট গান পরিবেশন করেছিলেন। গানটি হলো- 'শ্রীরাধার প্রাণধন কুঞ্জবিহারী। এই গানটির গীতিকার সম্পর্কে জানা যায় নি।
    • সূত্র: ১০ম বর্ষ, ১১শ সংখ্যা। পৃষ্ঠা: ৪২২।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।