নিশুতি রাতের শশী গো (nishuti raater shoshi go)

নিশুতি রাতের শশী গো।
ঘুমায় সকলে নিশীথ নিঝুম
হরিল কে নয়নেরই ঘুম,
কার অভিসারে জাগো গগন-পারে –
চাঁদ ভুলানো সে-কোন্ রূপসী॥
লুকায়ে হেরি আমি অভিসার তব
তারকারা হেরে লুকায়ে নীরব,
কপট ঘুম ভেঙে হের হাসিছে সব –
দূর অলকার বাতায়নে বসি’॥

  • ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে শাশ্বতীর গান। রাত্রিr আকাশে জেগে থাকা চাঁদকে নিয়ে শাশ্বতীর কল্পভাবনার বিহার। এখানে এই চাঁদ যতটা না জাগতিক, তার চেয়ে বেশি মনোলোকের। তার এই ভাবনা  নিতান্তই যেন আবেগ তাড়িত শিল্পলোকে বিহার মাত্র।

    চাঁদকে উদ্দেশ্য করে শাশ্বতী গানে গানে বলছে- গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন তার চোখের ঘুম কোনো রূপসী হরণ করে নিল। নিতান্তই এই নারীর কল্পজিজ্ঞাসা। গায়িকা শাশ্বতী যখন বলে- আকাশের তারাদের সাথে সেও নিজেকে লুকিয়ে দেখে চাঁদের অভিসার এবং অভিসার দেখার জন্য এরা সবাই যেন কপট ঘুমে জেগে থাকে, কিম্বা চাঁদের অভিসারের সময় স্বরগ নগরী অলকার জানালায় বসে দেবতারাও যেন তাদের কপট ঘুম ভেঙে হাসে- তখনও তা কল্পলোকের ভাবাবেশ থেকে গীত হয়।
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
     
  • মঞ্চ: নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)।  মন্মথ রায়ের রচিত নাটক। এই নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম
     
  • গ্রন্থ:
    • সাবিত্রী
      • মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। শাশ্বতীর গান। ]
      • মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। সাবিত্রী। তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। শাশ্বতীর গান। পৃষ্ঠা: ১৫৫ ]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ৩০। খাম্বাজ-পিলু-ঠুংরি। পৃষ্ঠা: ১৭৮]
         
  • রেকর্ড:
    • টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। এফটি ২৯৯৬। মিস্ দুর্গা] [শ্রবণ নমুনা]
    • কলাম্বিয়া। সেপ্টেম্বর ১৯৪৪ (ভাদ্র-আশ্বিন ১৩৫১)। জিই ২৭০৭। সাবিত্রী নাটকের গান। কলম্বিয়া ড্রামাটিক পার্টি
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৭০- ৭২ [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।