নী-আ-চুনা বেতু অ্যায় বেহেশ্‌তী রোয় মশগুলাম (ni-aa-chuna betu aye)

নী-আ-চুনা বেতু অ্যায় বেহেশ্‌তী রোয় মশগুলাম।
কে ইয়াদ দিদার জামী-মিঞাতায়েছে খেশতানাম॥
            প্রেমেতে মত্ত হেন মন
            নিজেকে হয় না স্মরণ,
অপ্সরীর মত কন্দম মরি কি রূপ অনুপম॥
যে -দি -দোস্ত না - তোয়ানম্ দীদার কারদান,
গারে আজ মোবাবেলা কে আর মিঞায়েদ বীনাম।
            মিটে না সাধ তোমায় হেরে
            জাগিয়ে হে প্রাণেশ্বরে,
মরলেও তার বক্ষ 'পরে নাই গো দুঃখ প্রিয়তম॥
            নজরুল এসলাম বেগোয়েছ
            তু সবর-মী- ফরমায়েদ,
চুন্দরে চাশমে শাহেদ ইয়াদ তু কুন হারদাম॥
নজরুল এসলাম কয়, খেদে প্রিয়ার রূপ আঁখি মুদে সর্বদা কর স্মরণ॥

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।