নীল যমুনায় কদম তলে বাঁশি বাজে গো

নীল যমুনায় কদম তলে বাঁশি বাজে গো।
বাঁশি বাজে গো, রাধার হৃদয় মাঝে গো॥
আজকে তারা দুইজনে
এই ব্রজপুরে গোপনে,
যুগলে যুগল হয়ে দাঁড়িয়ে আছে গো॥
ওরে ও ভ্রমর কবি,
দেখে কি পাগল হবি,
দেখে যুগল, হলো পাগল ব্রজবালা গো॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কংস-বধ। দ্বিতীয় দৃশ্য। দৃ্শ্যান্তর। দ্বিতীয় গান। সখীদের নৃত্যগীত।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৩৪-১৩৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৭৮]
  • বিষয়াঙ্গ: হিন্দু পৌরাণিক লোক 'কৃষ্ণযাত্রা' অবলম্বনে রচিত 'কংস বধ' পালার চাপান সং'-এর পঞ্চম গান। ভণিতা নাই ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।