নেগাবান হও রহমান আজি আমার আসরে। (negbaan hou rohomaan aji amar)

নেগাবান হও রহমান আজি আমার আসরে।
লতিফোল খবির তুমি, তোমা বই কে উদ্ধারে॥
        ইব্রাহিম খলিল বাসাকায়
        নমরূদের আতসে তাহায়
বাঁচাইলেন নিজ দয়ায় জবিহুল্লার তরে॥
        তুফানে নুহু নবিউল্লাহ
        তুরাইলেন বারিতালা
নীল দরিয়ায় করিমুল্লাহ, বাঁচাও রহমতের জোরে॥
        এড়াতে এহুদিদের হাতে
        হজরত ঈশা আসমানেতে
রাখলেন যেন নিজ দয়িতে, তেমনি রক্ষ মোরে॥
        তুমি মহায়মেস সাল্লাম
        কয় কাতরে নজরুল এসলাম
বায় সাগরে ডুবিলাম, তরাও সবহান কাদেরে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • 'নজরুল সাহিত্যের এক অনালোচিত অধ্যায়'। শেখ আজিবুল হক। নজরুল একাডেমী পত্রিকা, ৯ম বর্ষ ১ম সংখ্যা, শ্রাবণ-আশ্বিন, ১৪০০। পৃষ্ঠা ৪৯-৫০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৮২]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গান বা চাপান-উতোর সং-এর অংশ কিনা জানা যায় না। ভণিতা নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।