নেহি তোড়ো ইয়ে ফুলোঁ কি ডালিরে হাঁ

নেহি তোড়ো ইয়ে ফুলোঁ কি ডালিরে হাঁ
মালি ভোমরা বুরবুর দেগি গালি রে হাঁ॥

যাও সওতন কে পাস সুনো মি মিঠা বারত
ম্যায়তো হোনে না চাহতি হুঁ প্রীত বিমার-
আভি যাও দেখা যায়েগা কালি রে হাঁ ॥

হারা হ্যায় পৌন্ধা আনবালা যৌবন (আভি)
আভি ফুলোঁ মে নেহি আয়ি হ্যায় সৌগন্ধ
আভি গালোঁ পে আয়ি নেহি লালী রে হাঁ ॥

নেহি আও অভি নাজানে পাও গে কি বাত
আভি ছোটি হ্যায় ফুল্‌ কলি কাচ্চা আমার
যৌবন সে ম্যায় অব তক্‌ আনজানে হাঁ ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • রেকর্ড: মেগাফোন  [অক্টোবর ১৯৩৩]। জেএনজি ৫২৩। শিল্পী: কাননবালা। [রেকর্ড নম্বর ও প্রকাশকাল নিয়ে সন্দেহ আছে]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
    • সুরাঙ্গ: ঠুমরি
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।