পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে। (pothik bondhu esho esho)

পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে।
মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে॥
            আকাশ জুড়ে আলোর খেলা
            বসুন্ধরায় ফুলের মেলা
রঙিন মেঘের ভাস্‌লো ভেলা তোমারই আসার আভাস পেয়ে॥
সাধ জাগে ঐ পথে তোমার পেতে রাখি মন প্রাণ
চলতে গিয়ে দল্‌বে তা'রে চরণ ছোঁয়া করিবে দান।
            তোমার ধ্যানে, হে রাজাধিরাজ
            সাজ ভুলেছি ভুলেছি কাজ
আসবে তুমি সেই খুশিতে আছে আমার মন ছেয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড:
    • টুইন [আগষ্ট ১৯৩৫ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)রেকর্ড নং-এফটি ৪০৩২। শিল্পী: কুমারী বেবী (আশরাফুজ্জামান খানম)। সুর: নজরুল ইসলাম।] [শ্রবণ নমুনা]
    • রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
    • সুরকার: কাজী নজরুল ইসলাম
    • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। দশম গান।  রেকর্ডে কুমারী বেবী-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে][[নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রকৃতি
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।