পথের সঙ্কটে কণ্টকে সখি (pother songkote kontoke sokhi)

পথের সঙ্কটে কণ্টকে সখি কৃষ্ণ-প্রেমময়ী মরে না!
(যদি দেহ মরে, যা, বিদেহ প্রেম তার মনে না, মরে না!)
সখি এই ত অভিসারের লগন
গ্রহতারা মেঘে মগন।
রাধারে যেতে দেখিবে না কেহ
শ্যাম মেঘ হয়ে আবরিবে দেহ।
সখি, কৃষ্ণ – প্রেম বৃষ্টিধারায় নাইবি যদি চল
(দেখ) আকাশ-ভরা মোর বিরহীর আঁখি ছলছল।
সে অভিমানে গলেছে
(কেঁদে কেঁদে মোর বিরহে অভিমানে গলেছে!
ঝড় হয়ে সে দুলেছে, বিজলি হয়ে জ্বলেছে – অভিমানে গলেছে!)
চল্‌ মান ভাঙাব
আমা অভিমানীর এই বুঝি হবে শেস
তার দেখব মধুর বেশ,
ইন্দ্রধনুর রঙে সখি কৃষ্ণ আকাশ রাঙাব॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬২৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৭।
  • বেতার: অভিসার (পালা কীর্তন)। শ্রীরাধার গান। শিল্পী: শৈলদেবী। সুর: নজরুল]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।