পয়সা হলো দেশের রাজা, যাই বলিহারী। (poysha holo desher raja, jai bolihari)

পয়সা হলো দেশের রাজা, যাই বলিহারী।
আমি সভাস্থলে, তার প্রশংসা করি॥
        পয়সা থাকলে বুড়োর বিয়ে,
        পয়সা থাকলে জুড়ায় হিয়ে,
পয়সাতে কত জনার মন যে হয় চুরি॥
        পয়সাতে হয় দালান কোঠা,
        পয়সা থাকলে বাবুর বেটা,
আয়রণ চেস্টে চাবি আঁটা, দ্বারে প্রহরী॥
        পয়সা আছে যাহার ঘরে,
        সত্যকে সে মিথ্যা করে।
আদালতে আইন জোরে, হয় ডিক্রি জারী॥
        পয়সা নাই যাহার হাতে,
        কি সুখ তাহার জীবনেতে,
ভাবনা কেবল খেতে শুতে, শুধু আহা জারি॥
        জাতে যদি হয় হাড়ির ছেলে,
        তার হাতে পয়সা থাকিলে,
দেখে লোকে ভদ্র বলে, পয়সার মান ভারী॥
        পয়সা থাকিলে কি না হয়,
        ঘুঁটে কুড়ুনী রাজরানী হয়,
নজরুল এসলাম কয়, জয় তো পয়সারি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। সুদখোর ব্রজেন মুখার্জ্জী। প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। বাউলর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৬৭-২৬৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮০৩]
  • বিষয়াঙ্গ: 'সুদখোর ব্রজেন মুখার্জ্জী' হাস্যরসাত্মক পালার প্রথম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।