পর হবে তোর আপন জনে (por hobe tor apon jone)

পর হবে তোর আপন জনে (তুই) ভাবনা তবু করিস্‌ নে।
হয়ত তরী ডুববে জলে (তবু) তুফান দেখে ডরিস্‌ নে॥
ছেড়ে যাবে বন্ধু জ্ঞাতি
আসবে ঘিরে আঁধা রাতি,
জ্বালিয়ে পাঁজর জ্বালবে বাতি –
মরবি তবু টলিস্‌ নে॥
তোর বেদনায় গলবে সবে
তোর আপন জনেই আঁল রবে,
তুই আপন পথে চল নীরবে-
কারুর চরণ ধরিস্‌ নে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি তালিকায় এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড:
    • রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬ (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)]
    • টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)। নাটিকা: সরলা। নাট্যকার তারকনাথ গঙ্গোপাধ্যায়। এফটি ৪৫৭৮। চরিত্র: বৈরাগী। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।