পরজনম থাকে যদি সেথায় আবার দেখা দিও (porojonom thake jodi sethay abar dakha dio)

পরজনম থাকে যদি সেথায় আবার দেখা দিও।
এ জনমের চাওয়া আমার আর জনমে হয়ো প্রিয়॥
        এবার পাষাণ-মুরতিরে
        চেয়ে গেলাম অশ্রু-নীরে,
পরজনমে এসে ফিরে আমার বরণ-মালা নিও॥
এ জনমের বিফল আশা ভালোবাসা তোমায় দিয়া,
বিদায় নিলাম ওগো, আর জনমে হয়ো প্রিয়া।
        জানি জানি আমার প্রেমে
        বেদী হতে আসবে নেমে,
আমার প্রীতির নিঙুল রঙে রাঙবে তোমার উত্তরীয়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।  ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ২৫৫৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৬।
    • নজরুলের হারানো গানের খাতা সংখ্যা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান ১১৬। for Jotin Dutt। পৃষ্ঠা: ১৪৩]
       
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। এন ৯৪৫৬। শিল্পী: গোপাল সেন।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।